গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, এই আওয়ামী লীগ সরকার মিথ্যার আশ্রয়ে টিকে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দোষ দিচ্ছে বিরোধী দলকে এবং সেই দলকে দোষ দিয়েছিল ডেঙ্গু ও কোভিডের জন্যেও। এতে আশ্চর্য হবার কিছু নেই। তাদের অদক্ষতার জন্য জিনিসপত্রের দাম বাড়ছে— এটা বুঝতে হবে।
শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকার সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে মন্তব্য করে রেজা কিবরিয়া বলেন, ‘এখন দুই দিকে সমস্যা। একটা হলো— এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করে এই সরকার। দ্বিতীয়টা হলো— এখানে একটা দক্ষতারও সমস্যা আছে।’
তিনি বলেন, ‘তারা মুদ্রাস্ফীতি নিয়েও মিথ্যাচার করছে জনগণের সঙ্গে। দেশের যে বাজেট এবং মুদ্রানীতি, সেটা ঠিক মতো চালাতে পারছে না বলে মুদ্রাস্ফীতি হচ্ছে। তারা যদি বাজেটে চুরি কমাতো, খরচ কমাতো, মূদ্রানীতিতে সাবধানে চলতো, তাহলে এই মুদ্রাস্ফীতি হতো না।’
Leave a Reply